নিউইয়র্ক

ট্রাম্পের ট্যাক্স কেলেংকারি: চীনকে দিয়েছেন লাখো ডলার

নির্বাচনের আগে ট্যাক্স কেলেংকারি নিয়ে বেশ বিব্রত অবস্থায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে গণমাধ্যমে খবর এসেছিলো, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মোটে ৭০০ ডলার ট্যাক্স দিয়েছেন তিনি। ট্রাম্পের সব ব্যবসাপ্রতিষ্ঠান লোকসান করেছেন বলে ট্যাক্স ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে আমেরিকার অন্যতম প্রতিপক্ষ দেশ চীনকে ব্যবসার খাতিরে ১ লাখ ৮৮ হাজার ডলার ট্যাক্স দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ডোনাল্ড ট্রাম্প চীন সরকারকে হোটেল ম্যানেজমেন্ট ব্যবসার ট্যাক্স হিসেবে এই অর্থ দিয়েছেন। একটি চীনা ব্যাংকের মাধ্যমে এই সম্পন্ন লেনদেন হয়েছে বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত নথি ঘেঁটে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের চীন ব্যাংকের একাউন্ট থেকেই লেনদন সম্পন্ন হয়েছে। দেশের বাইরে চীন ছাড়া ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে ট্রাম্পের ব্যক্তিগত ব্যাংক একাউন্ট রয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানান, ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট ব্যবসা থেকে তিনি খুবই অল্প অর্থ আয় করেন। কিন্তু চীনকে তিনি যে বিপুল অংকের ট্যাক্স দিয়েছেন, সেটি দেখেই বিতর্ক নতুন করে শুরু করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গণমাধ্যমের কাছে ট্রাম্পের গত ১৭ বছরের ট্যাক্স রিপোর্ট রয়েছে। তবে বরাবরই এই ট্যাক্স রিপোর্টকে ভুয়া বলে এসেছেন ট্রাম্প। এছাড়া এই নথিগুলো যেন জনগণের সামনে প্রকাশ না পায়, সেই চেষ্টাও করেছেন তিনি। ট্রাম্পের আইনজীবী এলান গার্টনার গণমাধ্যমকে জানান, লোকাল ট্যাক্স পরিশোধ করার জন্য এই ব্যাংক একাউন্ট খোলা হয়েছিলো। তবে ২০১৫ সালের পর থেকেই চীন ব্যাংকের একাউন্টে কোনো লেনদেন চালু নেই। তবে একাউন্টটি খোলাই পড়ে আছে।
এলএবাংলাটাইমস /ওএম