নিউইয়র্ক

নির্বাচনের আগে পাশ হচ্ছে না দ্বিতীয় নাগরিক প্রণোদনা

নির্বাচনের আগে পাশ হচ্ছে না দ্বিতীয় নাগরিক প্রণোদনা। ফলে কর্মহীন বাসিন্দারা ১২০০ ডলার প্রণোদনার অর্থ নির্বাচনের আগে পাবেন না। নির্বাচনের আগে আলোচনার শেষদিনে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ও ট্রেজারি সেক্রেটারি প্রণোদনার জন্য বরাদ্দ অর্থের পরিমাণ চূড়ান্ত করতে পারেননি। ফলে বরাবরের মতোই পিছিয়ে গেলো চুক্তি। তবে ২০২০ সালের মধ্যেই প্রণোদনার অর্থ কর্মহীন মার্কিনীদের কাছে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে। মূলত ডেমোক্র্যাটদের প্রস্তাবিত ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বিপরীতে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার প্রস্তাব করে রিপাবলিকানরা। এই বিষয় নিয়ে মতানৈক্যের ফলে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ও ট্রেজার সেক্রেটারি স্টিভেন মুনচিনের মধ্যকার বেশ কয়েকটি আলোচনা পণ্ড হয়ে যায়। এর আগে সংখ্যাগরিষ্ঠ সিনেটের নেতা মিচ ম্যাককনেল জানায়, ডেমোক্র্যাটদের এই প্রস্তাবের বিপক্ষে রয়েছে অধিকাংশ সিনেটর৷ ফলে এই প্রস্তাব সিনেটে পাশ করানো সম্ভব না। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, ডেমোক্র্যাটদের প্রস্তাবিত অর্থের থেকেও বেশি অংকের অর্থ তিনি কর্মহীন নাগরিকদের দিতে প্রস্তুত রয়েছেন।
এলএবাংলাটাইমস /ওএম