নিউইয়র্ক

ভোট দিলেন ট্রাম্প, বাইডেন বললেন আসন্ন 'ডার্ক উইন্টার'

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর এডোপ্টেড হোম ফ্লোরিডায় ভোট দিয়েছেন। আগাম ভোট দিয়ে ডোনাল্ড ট্রাম্প ভোটারদের উৎসাহিত করছেন বলে জানিয়েছে রিপাবলিকান শিবির। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি ট্রাম্প নামের এক ব্যক্তির ভোট দিয়েছি। সেইসাথে ৫৪ মিলিয়ন অগ্রীম ভোটারদের কাতারে এসে দাঁড়িয়েছি'। ভোট দেওয়ার পরই ওহাইও, নর্থ ক্যারোলিনা ও উইসকনসিন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে জনসমাবেশ করে নির্বাচনী প্রচারণা করবেন তিনি। এদিকে, পেনিসেলভেনিয়ায় জো বাইডেন তাঁর জনসমাবেশ করেছেন। সেখানে সমর্থকদের আশ্বস্ত করার পাশাপাশি ট্রাম্পের তীব্র সমালোচনা করেন তিনি। জো বাইডেন বলেন, 'ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে 'ডার্ক উইন্টার' অপেক্ষা করছে৷ এছাড়াও করোনাভাইরাস মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার কারণে দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বাইডেন। এদিকে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মেইল ভোট দিয়েছেন। কিন্তু এবারের নির্বাচনে বরাবরের মতো মেইল ইন ভোটিং সিস্টেমকে অবিশ্বাস ও তুচ্ছতাচ্ছিল্য করেছেন তিনি। ইউএস ইলেকশন প্রজেক্ট জানিয়েছে, এখন পর্যন্ত নির্বাচনে আগাম ভোট পড়েছে ৫৪ মিলিয়ন। গত এক শতকের মধ্যে এবারই রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে৷ সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের থেকে জনমতের দিক থেকে এগিয়ে আছেন বাইডেন। তবে সুইং স্টেটগুলোর ফলাফলের উপরই নির্বাচনের ফলাফল নির্ভর করবে বলে জানান রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এলএবাংলাটাইমস /ওএম