নিউইয়র্ক

এবার ভাইস প্রেসিডেন্টের অফিসে করোনার হানা!

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এর চীফ অব স্টাফ মার্ক শর্ট। নমুনা পরীক্ষার পর শনিবার করোনাভাইরাস পজেটিভ আসে তাঁর। ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র ডেভিড ও'ম্যালি মার্ক শর্টের করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। হোয়াইট হাউজের সংশ্লিষ্ট কর্মকর্তার মধ্যে এখন পর্যন্ত করোনায় সর্বশেষ আক্রান্ত হলেন মার্ক শর্ট। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ বেশ কয়েকজন কর্তাব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনদিন হাসপাতালে ভর্তি থেকে পরেই হোয়াইট হাউজে ফিরে আসেন। এদিকে ভাইস প্রেসিডেন্ট এর মুখপাত্র ডেভিড ও'ম্যালি জানান, মার্ক শর্টের করোনা সনাক্তের পরপরই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তাঁর স্ত্রীর করোনাভাইরাস টেস্ট করানো হয়েছে। দুইজনের ফলাফলই নেগেটিভ এসেছে। এদিকে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মাইক পেন্স। তাঁর চীফ অব স্টাফ করোনায় আক্রান্ত হলেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রচারণা চালিয়ে যাবেন পেন্স। যুক্তরাষ্ট্রে দ্বিতীয়ধাপে আবার বাড়ছে করোনার সংক্রমণ। এরমধ্যেই তিনটি করোনা প্রবণ অঞ্চলে গতকাল সফর করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এসব জনসমাবেশের কারণে করোনা সংক্রমণ আরো গতিশীল হবে। এলএবাংলাটাইমস /ওএম