নিউইয়র্ক

চীন চায় বাইডেন জিতুক: ট্রাম্প

বড় বড় প্রযুক্তি কোম্পানি, সংবাদমাধ্যম ও চীন জো বাইডেনকে নির্বাচনে বিজয়ী করতে চায় বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২ নভেম্বর) নর্থ ক্যারোলিনায় এক ভাষণে ট্রাম্প বলেন, শক্তিশালী স্বার্থগুলো ঘুম কাতুরে বাইডেনকে জিতিয়ে দিতে চায়। কারণ তারা তাকে কিনে নিয়েছে। বাইডেনকে দুর্নীতিগ্রস্ত বর্ণনা করে ট্রাম্প বলেন, সে একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ। আমি এ কথা সব সময় বলে যাব। সবাই জানে এটা সত্য। বাইডেন ও তার পরিবার চীনাদের কাছ থেকে অর্থ নিচ্ছে। ট্রাম্প ক্ষোভ ঝাড়েন টুইটারের ওপরও। তিনি বলেন, টুইটার দুই সপ্তাহ ধরে নিউ ইয়র্ক পোস্টের অ্যাকাউন্ট স্থগিত করে রেখেছে। টুইটার চায় না বাইডেন দুর্নীতিগ্রস্ত তা প্রকাশ করতে। এ রকমটা কেউ আগে কখনো দেখেনি। যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলেও অভিযোগ করেন ট্রাম্প। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। জরিপে এগিয়ে আছেন বাইডেন। তবে দোদুল্যমান রাজ্যগুলোতে জিতে আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন ডোনাল্ড ট্রাম্প।
এলএবাংলাটাইমস /এনএইচ/