নিউইয়র্ক

বঙ্গবন্ধুর জন্ম শতবাষির্কীর সেরা উপহার পদ্মা সেতু: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি, যুক্তরাষ্ট্র॥ নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মাসেতুর সর্ব শেষ স্প্যান স্থাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ৮ ডিসেম্বর রাতে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

সভার শুরুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান তার সভাপতির বক্তব্যে  বলেন ২০১২ সালের ১১ জুলাই পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের মিথ্যাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঐতিহাসিক অবরোধ করে প্রতিবাদ করেছিলো মিথ্যা ষড়যন্ত্রের।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতু বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ণ করে ১৮ কোটি জনগনকে বিজয়ের মাসে জাতির পিতার জন্ম শতবাষির্কীর উপহার।

ভার্চুয়াল সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার পক্ষে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের ফাস্ট সেক্রেটারি (প্রেস ) নুরে এলাহী মিনা অতিথি হিসাবে বক্তব্য রাখেন । ভার্চুয়াল আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদদীন আজাদ, সাংগঠনিক সম্পাদক,আব্দুল হাসিব মামুন , প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক,  মুজাহিদুল ইসলাম, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ  সোলায়মান আলী, উপ-দপ্তর সোলেমান সম্পাদকআব্দুল মালেক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, শরাফ সরকার, শামছুল আবেদীন, আলী হোসেন গজনবী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সাধারন সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদ নবী বাকি , কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জিয়াদ, সাধারন সম্পাদক,হূমায়ুন আহমেদ চৌধুরী, পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি আবু তাহের , সাধারণ সম্পাদক আবু সাইদ খান,নিউ ইংল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারন সম্পাদক ইকবাল ইউসুফ, মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি,ফারুক আহমদ চান, সাধারন সম্পাদক মোহাম্মদ আবু মুসা, ক্যালোফোনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারন সম্পাদক ডা: রবি আলম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ- সভাপতি মাহি উদ্দিন, শেখ আতিকুল ইসলাম রফিকুর রহমান, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জামাল, নাহিদ রেজা, কাহের আহমদ সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সহ সম্পাদক শাখাওত  বিশ্বাস, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সভাপতি-নুরুজজামান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন রাকিব, প্রচার সম্পাদক মোহাম্মদ আলম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবদিন জয়, সাহিদুল হক রাসেল রায়হান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হুমায়ুন কবির, এম ডি ইসলামসহ যুক্তরাষ্ট্রের   আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বিভিন্ন পর্যায়ের বিপুল সংখক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।   এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই