নিউইয়র্ক

নিউইয়র্কে ৩ ঘণ্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু

নিউইয়র্ক সহ সমগ্র যুক্তরাষ্ট্রে মহামারী করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সংশ্লিস্টদের মতে করোনার প্রথম ঢেউয়ের চেয়ে ভয়াবহ আকার ধারণ করছে দ্বিতীয় ঢেউ। দৃশ্যত: ঘরে ঘরে করোনা সংক্রমণের হার বাড়ছে। সূত্র মতে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি ৩৩ সেকেন্ডে একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত আর মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে। নিউইয়র্কে মাত্র ৩ ঘন্টার ব্যাবধানের্  করোনা ভাইরাসে আক্রান্ত  হয়ে বাংলাদেশী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের হালিশহর এ ব্লক  ৮ নং লেনের স্থায়ী বাসিন্দা এবং সন্দ্বীপের বাউরিয়া কাছিম মাঝির বাড়ি নিবাসী, কমিউনিটির পরিচিত মুখ ইঞ্জিনিয়ার মোহাম্মদ খাইরুজ্জামান এবং তার একমাত্র ছেলে আবুল বাশার পান্না সিপিএম করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন হয়ে শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। পিতা-পুত্র দু’জনেই তিন সপ্তাহধিক ধরে করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা নিউইয়র্কের ব্রুকলীনে বসবাস করতেন। বাবা-ছেলের আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আবুল বাশার পান্না মৃত্যুকালে স্ত্রী এবং তিন কন্যা রেখে যান বলে জানা যায়। তার পরিবারের সবাই করোনায় আক্রান্ত এবং বর্তমানে বাসায় চিকিৎসাধীন বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ খাইরুজ্জামান ও আবুল বাশার পান্না সিপিএ তাদের পরিবার নিয়ে সম্প্রতি থ্যাংকস গিভিং ডে পালন করতে নিকটাত্মীয়ের বাসায় যান। সেখানেই তারা করোনাভাইরাসে সংক্রমিত হন বলে একটি সূত্র জানায়। তবে তাদেও পরিবারের অন্যান্য সদস্যরা বর্তমানে অনেকটা সুস্থ্য থাকলেও দীর্ঘ ২৫ দিন করোনার সাথে যুদ্ধ করে পিতা-পুত্র চলে গেলেন না ফেরার দেশে।
মরহুম পিতা মোহাম্মদ খাইরুজ্জামান ও পুত্র আবুল বাশার পান্না’র নামাজে জানাজা রোববার সকালে ব্রুকলীনের মসজিদ ইমামুল বুখারী-তে অনুষ্ঠিত হয় এবং তাদের মরদেহ যুক্তরাষ্ট্রেই দাফন করা হবে বলে জানা গেছে।
এদিকে চট্টগ্রামে সন্দ্বীপ উপজেলার পিতা-পুত্রের ইন্তেকালে চট্টগ্রাম সমিতি ইউএসএ ও সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।
বিএনপি নেতার পিতৃ ও মাতৃবিয়োগ
অপরদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ষ্টেট বিএনপি’র সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী শিবলু’র পিতা শওকত আলী চৌধুরী বাবুল গত  শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে ক্যালিফোর্নিয়ায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোখে ভুগছিলেন। মরহুম শওকত আলী বাবুল কুলাউডা উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি এবং কাদিপুর ইউনিয়ন বিএনপির দীর্ঘ দিন সভাপতি ছিলেন।
নিউজার্সী ষ্টেট বিএনপি’র সভাপতি এবং মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসেসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি আলহাজ সৈয়দ জুবায়ের আলীর মাতা জকিয়া বেগম প্যাটারসনে রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিএনপি নেতা বদরুল আলম চৌধুরী শিবলু’র পিতা ও কমিউনিটি নেতা আলহাজ সৈয়দ জুবায়ের আলীর মাতা জকিয়া বেগমের ইন্তেকালে যুক্তরাষ্ট্র বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীদের পক্ষ থেকে সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে উভয়ের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন। এছাড়াও মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসেসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক শাহান খান পৃথক শোক বার্তায় মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই