নিউইয়র্ক

নিউ ইয়র্কে সীমিত আকারে খুলবে স্টেডিয়াম

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে সীমিত আকারে স্টেডিয়াম ও বড় প্রাঙ্গন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চলতি মাসের শেষে সিটি ফিল্ড এবং মেডিসন স্কয়ার গার্ডেনের মতো স্টেডিয়ামগুলো সক্ষমতার ১০ ভাগ অনুসারে খুলে দেওয়া হবে বলে জানান গভর্নর এন্ড্রু কুমো। কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, যেসব স্টেডিয়াম বা খোলা প্রাঙ্গনে অন্তত ১০ হাজার মানুষ জমায়েত হতে পারে, সেগুলোর সক্ষমতার ১০ ভাগ চালু করা হবে। এসব প্রাঙ্গনে ম্যাচ ও কনসার্ট আয়োজন করা যাবে। ইতোমধ্যে ব্রুকলিন বারক্লেইস সেন্টার বাস্কেটবলের ম্যাচ এর জন্য খুলে দেওয়া হয়েছে৷ ব্রুকলিন নেটস ও স্যাক্রামেন্টো কিংসের মধ্যকার ম্যাচ হবে সেখানে। তবে ইয়ানকি স্টেডিয়ামের মতো কিছু প্রাঙ্গনে টিকা কর্মসূচি চালু রয়েছে। এগুলোতে একই সাথে টিকা কার্যক্রম ও খেলা এবং কনসার্টের আয়োজন করার ব্যাপারে আলোচনায় বসবে কর্তৃপক্ষ। এসব প্রাঙ্গনে অনুষ্ঠিত আয়োজনে অংশ নিতে হলে অবশ্যই কোভিড-১৯ এর নেগেটিভ সনদ দেখাতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে করা পরীক্ষার ফল এই ক্ষেত্রে গ্রহণ করা হবে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে। এলএবাংলাটাইমস/ওএম