নিউইয়র্ক

ওবামাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রবার্ট মুগাবে!

যুক্তরাষ্ট্রে সমলিঙ্গ বিয়ে বৈধতা পাওয়ায় দেশটির প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ মেশানো রসিকতার তীর

ছুড়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। তিনি বলেছেন, 'আমি হোয়াইট হাউসে গিয়ে বারাক

ওবামাকে বিয়ের প্রস্তাব দেব।' মুগাবে সমকামিতার কট্টর বিরোধী হিসেবে পরিচিত। গত শনিবার

জিম্বাবুয়ের জাতীয় বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে মুগাবে বলেন, ওয়াশিংটনে গিয়ে 'এক হাঁটু গেড়ে

তাঁর (ওবামার) পাণি প্রার্থনা' করার ইচ্ছা আছে তাঁর।
প্রসঙ্গত, গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই সমলিঙ্গ বিয়েকে

বৈধতা দিয়ে রায় দিয়েছেন। রায়ের পরপরই বিভিন্ন স্থানে সমকামীরা উচ্ছ্বাস প্রকাশ করে, অনেকে

বিয়েও করে। রামধনুর রঙে রাঙিয়ে তোলা হয় হোয়াইট হাউসকেও।
এসব দেখে ত্যক্ত-বিরক্ত মুগাবে বলেন, 'প্রেসিডেন্ট ওবামা যখন সমলিঙ্গ বিয়ের প্রতি সমর্থন

দিয়েছেন, সমকামীদের পক্ষ নিয়েছেন এবং অস্বস্তিকর পরিস্থিতি উপভোগ করছেন, তখনই আমি এ

সিদ্ধান্ত নিয়েছি।' তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ওই রায়কে 'উদ্ভট' অভিহিত করেন। 'আমি বুঝতে

পারি না, মানুষ কিভাবে খ্রিস্টের স্পষ্ট নির্দেশ অমান্য করার সাহস পায়, যেখানে প্রভু এটি (সমকাম)

নিষিদ্ধ করেছেন', বলেন তিনি। মুগাবে এটাও বলেন, 'বিকৃত রুচির শয়তানের সমর্থকরাই'

যুক্তরাষ্ট্রের সরকার চালাচ্ছে।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়লেও তাঁর আফ্রিকা মহাদেশেও কয়েকটি

দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে। সর্বশেষ গত বুধবার মোজাম্বিক সরকার সমকামিতাকে

বৈধতা দিয়েছে। সূত্র : রয়টার্স, এএফপি