নিউইয়র্ক

যৌন হয়রানির অভিযোগ সত্য হলে কুমোর পদত্যাগ করা উচিত: বাইডেন

নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমোর বিরুদ্ধে আট নারীর তোলা যৌন হয়রানির অভিযোগগুলো যদি সত্য বলে প্রমাণিত হয়, তবে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৭ মার্চ) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর এন্ড্রু কুমোর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ বিষয়ে প্রশ্ন করা হলে এই কথা বলেন জো বাইডেন। এর আগে নিউ ইয়র্কের বেশ কয়েকজন সিনেটর ও মেয়র কুমোকে পদত্যাগ করতে আহবান জানান। তবে এবার জো বাইডেন ডেমোক্র্যাটিক দলের শক্তিশালী সদস্য এন্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠা প্রসঙ্গে এই মন্তব্য করেন। নিউ ইয়র্কের গভর্নর কুমোর বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আটজন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। কুমোর বিরুদ্ধে অভিযোগ আনা নারীদের দাবি, গভর্নর কুমো বিভিন্ন সময় বিভিন্ন ছুঁতোয় ইঙ্গিতপূর্ণ কথাবার্তা ও শারীরিক স্পর্শের মাধ্যমে তাদের যৌন হেনস্থা করেছেন। অভিযোগ আনা আট নারীদের মধ্যে কুমোর ব্যক্তিগত অফিসের সহকারী ও একজন নারী সাংবাদিক রয়েছেন। কিছুদিন আগে সিনেটের অধিবেশনে গভর্নর কুমোর পদত্যাগ দাবি করেছেন ডেমোক্রেট দলের সিনেটর চাক শুমার ও ক্রিস্টেন গিলিব্রান্ড। তারা বলেছেন, নিউ ইয়রর্কের বাসিন্দারা কুমোর উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। তাই তার পদত্যাগ করা উচিত। তবে গভর্নর এন্ড্রু কুমো তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সরাসরি প্রত্যাখান করেছেন। তিনি দাবি করছেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। একই সাথে ডেমোক্রেট সিনেটররা তাকে উদ্দেশ্য করে পদত্যাগের যে আহ্বান জানিয়েছেন, তিনি তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। কুমো বলেছেন, ‘যেসব অভিযোগ আমার বিরুদ্ধে তোলা হয়েছে, সেগুলোর কোনোটিই আমি করিনি। আমি কোনোদিন কাউকে হয়রানি করিনি। কাউকে অবমাননা করিনি। কাউকে নির্যাতন করিনি’। সিনেটররা ছাড়াও কুমোর পদত্যাগের দাবি তুলেছেন নিউ ইয়র্কের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং কংগ্রেসম্যান জামাল বোম্যান। তারা বলেছেন, আমরা অভিযোগকারী নারীদের বক্তব্য বিশ্বাস করি। তারা যে রিপোর্ট করেছেন, সেগুলো বিশ্বাসযোগ্য। আমরা এটর্নি জেনারেল ও নিউ ইয়র্ক রাজ্যের ৫৫ সদস্য বিশিষ্ট লেজিসলেটচারকে বিশ্বাস করি।  এলএবাংলাটাইমস/ওএম