নিউইয়র্ক

নিউ ইয়র্কে আবাসিক ভবনে আগুন: আহত ২১

নিউ ইয়র্কের কুইন্সের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আট মাত্রার আগুন সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ৩৫০ জন ফায়ার সার্ভিস কর্মী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট চিফ মিশেল গালা জানান, অন্তত ২১ জন বাসিন্দা অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন, যাদের মধ্যে দুইজন পুড়ে গেছেন। এছাড়া আহত বাকি পাঁচজন সাধারণ নাগরিক। তবে এদের মধ্যে কারোরই মৃত্যুর আশঙ্কা নেই। এই আবাসিক ভবনে ১৫০টি অ্যাপার্টমেন্টে অন্তত ৯০টি পরিবারের ২৪০ জন বাসিন্দা রয়েছে। এদের সবাইকে নিরাপদে অন্যত্র সরিয়ে আনা হয়েছে৷ রেড ক্রস ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে৷ চিফ মিশেল গালা জানান, ভবনটির ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এর পরে দ্রুতই আগুন ভবনটির ছাদ ও মেঝেতে ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দরজা খোলা রেখেই ভবন ছেড়ে বেরিয়ে পড়লে অন্যান্য স্থানে আগুন সহজেই ছড়ে যায়। আগুনে ভবনটির এক পাশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনের প্রভাবে ধোঁয়ার কুন্ডলী জ্যাকসন হাইটসের আকাশে ছড়িয়ে যাচ্ছে৷ আগুনের সূত্রপাত হলে ভবন এবং এর আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয় বাসিন্দারা৷ আগুন নিয়ন্ত্রণে ভবনটির বাইরে থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এখনো কাজ করে যাচ্ছে৷ আগুন নিয়ন্ত্রণে এলে ভবনটির ভিতরে ঢুকে আগুনের সূত্রপাত ঘটার কারণ অনুসন্ধান করে দেখা হবে বলে জানান মিশেল গালা। এলএবাংলাটাইমস/ওএম