নিউইয়র্ক

নিউ ইয়র্কে এসিড হামলায় গুরুতর দগ্ধ মুসলিম তরুণী

নিউ ইয়র্কে ২১ বছর বয়েসী এক মুসলিম তরুণী এসিড হামলায় গুরুতর দগ্ধ হয়েছে। হামলাকারীকে ধরতে নিউ ইয়র্ক পুলিশের অভিযান অব্যাহত আছে। গত মার্চ মাসের ১৭ তারিখে নাফিয়াহ ইকরাম নামের ওই তরুণীর উপর এসিড হামলা হয়। হামলার পর ১৫ দিন নাফিহা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।নাফিহা তার মায়ের সাথে তাদের লং আইসল্যান্ডের বাড়িতে হেঁটে ফেরার পথে তার উপর এই হামলা হয় বলে জানায় নিউ ইয়র্ক চ্যাপ্টার অফ দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস। বিবৃতিতে জানানো হয়, হোফস্ট্রা ইউনিভার্সিটির ছাত্রী নাফিহা মার্চের ১৭ তারিখ রাত ৮টা ৩০ মিনিটে তার মায়ের সাথে লং আইসল্যান্ডের বাড়িতে ফিরছিলেন। এই সময় অজ্ঞাত ব্যক্তি নাফিয়াহর মুখে ব্যাটারি এসিড ছুঁড়ে মারে'। এসিড মুখেসহ ঘাড়ে ও হাত পুড়িয়ে দিলে নাফিয়াহ সাহায্যের জন্য চিৎকার করে। এই সময় এসিড তার মুখের ভেতর ঢুকে যায় ও শ্বাস-প্রশ্বাসের কার্যক্রমকে ব্যহত করে। নাফিহার মা'ও সাহায্য করতে ছুটে যেয়ে এসিডে দগ্ধ হয়েছেন। ভিডিওতে দেখা যায়, এসিড নিক্ষেপকারী গ্লাভস পরিহিত অবস্থায় ছিলেন। ভিডিওর সূত্র ধরে নিউ ইয়র্ক পুলিশ হামলাকারীকে খুঁজছে। গো-ফাউন্ড-মি এক বিবৃতিতে জানান, এসিড যদি নাফিয়াহ ফুসফুসে প্রবেশ করতো ও তার মা যদি দ্রুত ৯১১ তে কল না করতো, তবে নাফিহার মৃত্যুর শঙ্কা ছিলো। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলাকারীকে কেউ শনাক্ত করতে পারলে ওই ব্যক্তিকে ১০ হাজার ডলার পুরষ্কার দেওয়া হবে৷ হামলাকারীর শারীরিক বৃত্তান্ত সম্পর্কে পুলিশ জানায়, হামলাকারীর উচ্চতা ছয় ফুট, আকারে ছিপছিপে। হামলার পর সে একটি রেড নিসান আলটিমা'তে করে পালিয়ে যায়। হামলায় নাফিয়াহর মুখ, ঘাড়, বুক ও হাত মারাত্মক দগ্ধ হয়েছে। গো-ফাউণ্ড-মি ইতোমধ্যে চিকিৎসার জন্য ৩ লাখ ৪০ হাজার ডলার উত্তোলণ করেছে ও চিকিৎসার ব্যয় বহন করা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম