নিউইয়র্ক

টাইম স্কয়ারে বন্দুকধারীর গুলিতে ১ শিশুসহ আহত ২ নারী

নিউ ইয়র্কের টাইম স্কয়ারে এক বন্দুকধারীর গুলিতে একজন শিশুসহ দুইজন নিরীহ পথচারী নারী আহত হয়েছেন। শনিবার (৮ মে) নিউ ইয়র্কের টাইম স্কয়ারের একটি দোকানের সামনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার ডেরমোট শিয়া বলেন, শনিবার ৪টা ৫৫ মিনিটে ফোর্টিফাইভ স্ট্রিট ও সেভেনথ অ্যাভিনিউতে গুলি ছোঁড়ার শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে চার বছর বয়েসী এক শিশু ও দুই নারীকে গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। পুলিশ কমিশনার ডেরমোট শিয়া জানান, চার বছর বয়েসী শিশুটির বাড়ি ব্রুকলিন। তার পায়ে একটি গুলি লেগেছে। এই ঘটনার সময় সে তার পরিবারের সাথে দাঁড়িয়ে ছিলো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির পায়ে অস্ত্রোপচার করতে হবে। আহত দুই নারীর মধ্যে একজনের বয়স ২৩ ও অন্য আরেকজনের বয়স ৪৩। ২৩ বছর বয়েসী নারী রোডে আইসল্যান্ডের বাসিন্দা। অন্যদিকে ৪৩ বছর বয়েসী নারীর বাড়ি নিউ জার্সিতে। দুইজনরেই পায়ে গুলি লেগেছে। শিয়া জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে রাস্তার মধ্যে দুই থেকে চারজন ব্যক্তির ঝগড়া শুরু হয় ও একজন বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আহত তিনজন একে অপরের পরিচিত নয় এবং এরা সবাই পথচারী। গোলাগুলির সাথে সম্পৃক্ত কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তবে এক বা একাধিক ব্যক্তিকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। পুলিশ কমিশনার জানান, ঘটনাস্থল থেকে বন্দুক উদ্ধার করা না গেলেও পয়েন্ট টুয়েন্টি ফাইভ ক্যালিবারের বন্দুকের খোসা পাওয়া গেছে। গত বছর থেকে নিউ ইয়র্কে গোলাগুলি ও বন্দুক হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছরের এই সময় থেকে চলতি বছরের এই সময়ে এসব হামলার ঘটনা বেড়েছে অন্তত ৮৩ শতাংশ। এলএবাংলাটাইমস/ওএম