নিউইয়র্ক

নিউ ইয়র্কে শিশু-কিশোররা টিকা নিলে মিলবে বৃত্তি

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ১২ থেকে ১৭ বছর বয়েসী শিশু-কিশোরদের টিকা গ্রহণে উৎসাহ দিতে ৫০টি পূর্ণকালীন বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বুধবার (২৬ মে) 'গেট অ্যা শট টু মেক ইউর ফিউচার' শীর্ষক এই বৃত্তি প্রদানের ঘোষণাটি দেন। গভর্নর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, প্রতি সপ্তাহে ১০টি পূর্ণ বৃত্তি প্রদান করা হবে৷ ৫ সপ্তাহ ধরে এই প্রোগ্রাম চালু থাকবে। ইতোমধ্যে বেশকিছু রাজ্য বাসিন্দাদের টিকা গ্রহণে উৎসাহিত করতে উপহার ও অন্যান্য সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে। ওহাইও'তে টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন এমন পাঁচজনকে ১ মিলিয়ন ডলার পুরষ্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে৷ আর শিশু-কিশোরদের এক থেকে পাঁচটি কলেজ বৃত্তি দেওয়া হবে। ওহাইও'র গভর্নর মাইক ডিওয়াইন বলেন, এই লটারি প্রোগ্রামের কারণে ওহাইও'তে টিকাদান কার্যক্রম ৪৫ শতাংশ গতিশীল হয়েছে৷ ম্যারিল্যান্ডে প্রতিদিন একজন টিকা গ্রহণ করতে আসা বাসিন্দা জিততে পারেন ৪০ হাজার ডলার। জুলাই মাসের ৩ তারিখ পর্যন্ত এই সুযোগ থাকছে। এছাড়া জুলাই মাসের ৪ তারিখে লটারির মাধ্যমে একজন পাবে ৪ লাখ ডলার। গভর্নর অ্যান্ড্রু কুমোর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, লটারির মাধ্যমে ১২ থেকে ১৭ বছর বয়েসীদের মধ্যে ৫০টি বৃত্তি প্রদান করা হবে৷ এই বৃত্তির আওতায় স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে ফুল ইন-স্টেট টিউশন, বোর্ড এবং রুম ও অন্যান্য খরচ বহন করা হবে। চার বছর স্কুল প্রোগ্রাম অথবা পাঁচ বছর অন্য প্রোগ্রামের খরচ বহন করা হবে৷ এই বৃত্তির জন্য ১২ থেকে ১৭ বছর বয়েসী সকল শিশু-কিশোর বিবেচ্য হবে এবং লটারির মাধ্যমে ৫০ জনকে বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি প্রদানের অর্থ ফেডারেল কোভিড-১৯ রিলিফ এবং অন্যান্য ফাণ্ড থেকে প্রদান করা হবে। গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, 'আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিশু-কিশোরদের টিকা গ্রহণে উৎসাহ বৃদ্ধি করা। কম বয়েসীদের মধ্যে করোনা আক্রান্তের হার বেড়েছে তবে সবচেয়ে কম টিকা গ্রহণের হার শিশু কিশোরদের মধ্যে'। এলএবাংলাটাইমস/ওএম