নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে হিজাব পরা নারীকে চাকরি না দেওয়ায় ক্ষতিপূরণ

যুক্তরাষ্ট্রে হিজাব পরিহিতা নারীকে চাকরি দিতে অনীহা প্রকাশ করায় ওই চাকরিদাতাকে ২৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন মার্কিন আদালত। সামান্থা এলাউফ নামের ওই এ নারীকে সেলস অ্যাসোসিয়েটের চাকরি দিতে অস্বীকৃতি জানিয়েছিল নামকরা মার্কিন পোশাক বিপণি অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচ। তারই মাশুল গুনতে হলো পোশাক বিপণি কম্পানিকে।

ওকলাহোমা অঙ্গরাজ্যে ২০০৮ সালে ওই মার্কিন চেইন শপে চাকরির জন্য আবেদন করেন এলাউফ। তখন তাকে এই বলে প্রত্যাখ্যান করা হয় যে, তার পরনের হিজাব ওই দোকানের পোশাকনীতির সঙ্গে বেখাপ্পা। এ অসম্মানজনক কারণটিকেই নিজের নাগরিক অধিকার লঙ্ঘন বলে দাবি করে আদালতে মামলা ঠুকে দেন ওই মুসলিম নারী। কয়েক বছর মামলা চলার পর অবশেষে এলাউফের পক্ষে রায় দেন উচ্চ আদালত।

এই রায় চ্যালেঞ্জ করে আবার আপিল করে অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচ। কিন্তু সুপ্রিম কোর্ট আবারও এলাউফের পক্ষেই রায় দেন। এরপরই ২৫ হাজার ৬৭০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে সামান্থা এলাউফের সঙ্গে মীমাংসার সিদ্ধান্ত নেয় ওই বিপণি প্রতিষ্ঠানটি। সঙ্গে আদালতের আদেশে আরো প্রায় ১৯ হাজার ডলার তাদেরকে দিতে হবে আদালতের খরচা বাবদ।