নিউইয়র্ক

ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা, নিউইয়র্ক-এর জরুরী সভা অনুষ্ঠিত

সিলেটের ঐতিহ্যবাহী গোয়াইনঘাট উপজেলা পরিষদ’র জননন্দিত চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ এর নিউইয়র্ক আগমন উপলক্ষে নিউইয়র্কে বৃহত্তর জৈন্তার প্রাণপ্রিয় সংগঠন "ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা,নিউইয়র্ক" এর এক জরুরী সভা গত ৩রা আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত ওজনপার্কের মমোস রেস্টুরেন্টের হল রুমে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি মাওলানা রশীদ আহমদ। সেক্রেটারি জেনারেল জামিল আনছারী সাবলীল উপস্থাপনায় সভার শুরুতে কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন ক্বারী আবদুন নূর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
উক্ত জরুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অফ নিউইয়র্ক এর সাবেক সভাপতি বদরুল খান, সাবেক সাধারন সম্পাদক ও তরুণ রাজনীতিবিদ আবদুল হাসিব মামুন,আল ফুরকান জামে মসজিদের প্রাক্তন সভাপতি, মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী সামছুল আবেদীন, নিজাম উদ্দিন ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা ইনক এর সেক্রেটারী রশিদ রানা।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মুরব্বী আবদুল মক্তাদির, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  সাগর মুহাম্মদ সানু,ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা, নিউইয়র্ক এর সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা বুরহান উদ্দিন,সিনিয়র জয়েন্ট সেক্রেটারী সৈয়দ আলী,জয়েন্ট সেক্রেটারী ইসমাঈল হোসাইন,সদস্য আবদুল মালেক,ব্যবসায়ী আসলম আহমদ,তাসলীম উদ্দীন,তালহা,বুলবুল, সামছুদ্দীন, দুলু,সোহেল, ও লিলুসহ প্রমুখ।
সভায় ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা' নিউইয়র্ক এর জনকল্যাণ মূলক কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ তাঁর বক্তব্যে নিউইয়র্কবাসীকে বিভিন্ন পর্যায়ে তাঁকে সাহায্য সহযোগিতা প্রদানের জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাঁর উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আগামীতে এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরো বলেন, যে গোয়াইনঘাট উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধশালী উপজেলা বিনির্মানে উপজেলার জনগনের সাথে আমি অঙ্গিকারাবদ্ধ। এই অঙ্গীকার বাস্তবায়নে দেশে বিদেশে অবস্হানরত সকলের সার্বিক সহযোগিতা তিনি কামনা করেন।পাশাপাশি তিনি ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা'র কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর জৈন্তা [গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগন্জ] এর সবাইকে এই সংগঠনের ছায়াতলে সমবেত হওয়ার আহ্বান জানান।   এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]