নিউইয়র্ক

হ্যারিকেন আইডা: নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি

উপকূলীয় ঝড় আইডার প্রভাবে নিউ ইয়র্কে প্রচণ্ড ভারি বৃষ্টিপাত হয়েছে ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তাই নিউ ইয়র্ক জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউ ইয়র্ক মেয়র বিল দে ব্লাজিও বলেন, 'নিউ ইয়র্ক ঐতিহাসিক আবহাওয়া বিপর্যয়ের মধ্যে রয়েছে। সেই সাথে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সড়ক বিপদজনক অবস্থায় রয়েছে'। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পানি সাবওয়ে স্টেশন, বাসিন্দাদের বাড়ি ও রাস্তা ডুবিয়ে দিয়েছে। নিউ ইয়র্কের পাশাপাশি নিউ জার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে একজনের মৃত্যুও হয়েছে। নিউ জার্সির মেয়র জানান, একজনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এছাড়া মুল্লিকা হিলের পাদদেশের অন্তত নয়টি বাড়ি টর্নেডোতে ধংস হয়ে গেছে। পুলিশ জানায়, নিউ জার্সির কেয়ার্নিতে একটি পোস্টাল ভবনের ছাদ ধসে পরে। ভবনটির ভিতরে মানুষ ছিল। তাদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছে কিন্তু ঠিক কতোজন আহত হয়েছেন, তা জানা যায়নি। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় ৩ দশমিক ১৫ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ নিউ ইয়র্ক পুলিশ বাসিন্দাদের রাস্তায় বের না হতে নিষেধ করেছেন। এছাড়া ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা জরুরি প্রয়োজনে তৎক্ষনাৎ সেবা দিচ্ছে। শহরের সাবওয়ে প্রায় বন্ধ হয়ে গেছে৷ একই সাথে নিউ ইয়র্ক ও নিউ জার্সির অনেক ট্রেন সার্ভিস ও ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যারিকেন আইডা যুক্তরাষ্ট্রের পূর্ব দিক থেকে আঘাত হেনে উত্তর দিকে অগ্রসর হয়েছে। রবিবার লুসিয়ানায় চার মাত্রার হ্যারিকেন হয়ে আঘাত হানে আইডা। হ্যারিকেন আইডায় হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং নিউ অরল্যান্সে নৈশ কারফিউ জারি করা হয়েছে। বন্যার জন্য বিভিন্ন প্রভাবক কাজ করেছে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণ আবহাওয়া প্রচুর বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডাস্ট্রিয়াল যুগ শুরু হওয়ার পর থেকে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ২ ডিগ্রী বৃদ্ধি পেয়েছে। কার্বন নিঃসরণ নিয়ে পদক্ষেপ গ্রহণ না করলে এটি আরো বাড়বে। এলএবাংলাটাইমস/ওএম