নিউইয়র্ক

বিটকয়েনে বেতন গ্রহণ করতে চান নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র

নিউ ইয়র্কের নব-নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস জানান, তিনি প্রথম তিন মাসের পে চেক বিটকয়েনের মাধ্যমে পেতে চান। আগামী জানুয়ারি মাসে নিউ ইয়র্কের বর্তমান মেয়র বিল ডে ব্লাসিওর মেয়াদকাল শেষ হবে। এরপরই মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন নিউ ইয়র্ক পুলিশের সাবেক ক্যাপ্টেন এরিক। এর আগে এরিক অ্যাডামস জানান, তিনি চান যে নিউ ইয়র্ক সিটি ক্রিপ্টোকারেন্সি সেন্টারের ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠবে। পৃথিবীর সবচেয়ে দামি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। ২০০৯ সালে এটি তৈরি হওয়ার পর থেকেই এর মূল্য অনেকবার পরিবর্তন হয়েছে। এদিকে, মিয়ামির পুনঃনির্বাচিত মেয়র ফ্রান্সিস সুয়ারেজ ইতোমধ্যে টুইটারে ঘোষণা দিয়েছেন যে তিনি প্রথম পে চেক বিটকয়েনে গ্রহণ করতে পছন্দ করবেন। সুয়ারেজ বলেন, মিয়ামিকে ক্রিপ্টোকারেন্সি ইনোভেশন এর নতুন হাব হিসেবে গড়ে তুলতে চাই। তবে সুয়ারেজের থেকে এরিক আরো এক ধাপ এগিয়ে বলেন, প্রথম তিন মাসের স্যালারি ক্রিপ্টোকারেন্সি হিসেবে গ্রহণ করতে চান তিনি। এরিক অ্যাডামস টুইটারে এক বার্তায় বলেন, 'নিউ ইয়র্ক শহরে আমরা সবসময় বড় কিছু করতে চাই। তাই আমি যখন মেয়র হিসেবে পদ গ্রহণ করবো তখন প্রথম তিন মাসের স্যালারি ক্রিপ্টোকারেন্সিতে গ্রহণ করতে চাই। তিনি বলেন, 'নিউ ইয়র্ক সিটি ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রি এবং অন্যান্য দ্রুত বর্ধনশীল ইনোভেটিভ ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে৷ ডেমোক্রেটিক এরিক অ্যাডামস মঙ্গলবার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি নিউ ইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে ক্ষমতাসীন হবেন। এলএবাংলাটাইমস/ওএম