নিউইয়র্ক

নিউ ইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: মৃত ১৯, আহত ৬৩

নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নয়টি শিশুও রয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছে অন্তত ৬৩ জন আর হাসপাতালে ভর্তি আছে ৩২ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা বেশ গুরুতর। নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামস বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, তারা ১৯ তলা ভবনটির প্রতিটি ফ্লোরেই মৃতদেহ পেয়েছেন। তিনি বলেন, ভবনটিকে অসহনীয় ধোঁয়ায় গ্রাস করে ফেলে। ড্যানিয়েল সংবাদ বিবৃতিতে বলেন, গত ৩০ বছরে নিউ ইয়র্কে এটিই সবচেয়ে বড় মৃতের সংখ্যা। এই ঘটনার কয়েকদিন আগেই ফিলাডেলফিয়ার একটি ভবনে আগুনে পুড়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং এদের মধ্যে নয়টি শিশু ছিল। কর্তৃপক্ষ জানায়, রবিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় ১১টায় ব্রোঙ্কস এর একটি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় এবং তৃতীয় ব্লকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনে আগুন লাগার পর ২০০ জন দমকলকর্মী সেটি নিয়ন্ত্রণে কাজ করেছে। কর্তৃপক্ষের ধারণা, ইলেক্ট্রিক হিটার বিভ্রাট থেকে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। কমিশনার নিগ্রো জানান, মূলত দুইটি ভবনে আগুন লাগলেও ধোঁয়া ভবনের সবখানে ছড়িয়ে পড়ে এবং এতে ১৯ জনের মৃত্যু হয়েছে।   নিউ ইয়র্ক মেয়রের শীর্ষ উপদেষ্টা স্টেফান রিঙ্গেল গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ জন আহত হয়েছেন এবং এদের মধ্যে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।    ব্রোঙ্কস এলাকায় বাস করা অধিকাংশই মুসলিম অভিবাসী ছিলেন। আগুনে আহত ও মৃতদের মধ্যে অনেকেই গ্যাম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন। এলএবাংলাটাইমস/ওএম