নিউইয়র্ক

মুনা নিউইর্য়ক সাউথ জোনের মিডিয়া ও কালচারাল বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা নিউইর্য়ক সাউথ জোনের মিডিয়া ও কালচারাল বিভাগের এক মতবিনিময় সভা গত ২৮শে  জানুয়ারি শুক্রবার রাত ৮টায় ব্রুকলীনের বিএমএমসিসির হল রুমে অনুষ্ঠিত হয়।সংগঠনের নিউইর্য়ক সাউথ জোন সভাপতি  সাফায়াত হোসেন সাফা'র সভাপতিত্বে ও জোনের মিডিয়া ও কালচারাল বিভাগের ডাইরেক্টর আমিনুর রসুল জামসেদ এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন অর রশীদ। মিডিয়া ব্যক্তিত্ব আবু সালেহ নায়েব আলীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা রাখেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম মাওলানা দেলোয়ার হোসাইন,আল কুরআন দাওয়াহ্ সেন্টার, আমেরিকা এর চেয়ারম্যান ও মুনা ন্যাশনাল দাওআ এন্ড এওয়ারনেস ডাইরেক্টর  প্রফেসর ড.মোহাম্মদ রুহুল আমিন,মুনা ন্যাশানাল সোসাল ওয়েলফেয়ার বিভাগের এসিসটেন্ট ডাইরেক্টর এম এম সুজন,ড.মাহবুবুর রহমান, মিডিয়া ও কালচারাল বিভাগের ন্যাশনাল সহকারী ডাইরেক্টর ডাক্তার আতাউল উসমানী ও মুনা নিউইর্য়ক নর্থ জোনের সভাপতি হাফেজ আবদুল্লাহ আল আরিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুনা ফুড সার্ভিস এর ডাইরেক্টর ড. জাহাঙ্গীর কবীর, রশীদ আহমদ, আবৃত্তকার মুহাম্মদ নূরুল আনোয়ার ,এডভোকেট আবুল হাশেম,মুহাম্মদ  জাকারিয়া ভুইয়া ও শহীদ উল্লাহ কাইসার প্রমুখ।

প্রধান অতিথি মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনুর রশীদ বলেন, সাংবাদিকতা সঠিক হওয়ার জন্য যে শর্তগুলো আছে তা আমাদেরকে পূরণ চেষ্টা করতে হবে। প্রথমত হচ্ছে যা লিখতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন তা যেন সঠিক ও বস্তুনিষ্ঠ হয় । দ্বিতীয়ত মানুষের কল্যাণ কামনায় আবেগ নিয়ে কথা বলতে হবে,লিখতে হবে। নিজের বীরত্ব বা বড়ত্ব দেখানো অথবা তাকে অপদস্ত করা কখনও উদ্দেশ্য হতে পারবে না। সততার সাথে ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করতে হবে। নূর দ্বারা নিজেকে আলোকিত করতে হবে এবং লেখার ক্ষেত্রে ইনসাফ করতে হবে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে উদ্বুদ্ধ হতে হবে। উত্তম কথা বলা এবং লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। গর্ব অহংকার প্রতিযোগিতা এড়িয়ে চলতে হবে। আত্মপ্রশংসা থেকে নিজেকে বিরত রাখতে হবে। অসম্মান করা ও অন্যের  দোষ প্রচার করা থেকে নিজেকে বিরত রাখতে হবে।পাশাপাশি কৃত্রিমতা পরিহার করে সমাজের কল্যাণে মুনার মিডিয়া ও কালচারাল বিভাগের ভাইদের আরো বেশী কাজ করতে হবে।

বিশেষ অতিথি মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসাইন বলেন,সংবাদের মূল উৎস হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা।তিনি প্রতি  নবী-রাসুলের কাছে নির্দিষ্ট ফেরেস্তার মাধ্যমে ওহী পাঠিয়েছেন।সেই ফেরেস্তারাও একেকজন সংবাদবাহক।তাই সাংবাদিকতা তথা মিডিয়া হচ্ছে একটি সম্মানজনক পেশা।সেই কাজে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে আল্লাহকে  ভয় করে কাজ চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি ড.মোহাম্মদ রুহুল আমিন বলেন,বর্তমান যুগ অবাধ তথ্য প্রবাহের যুগ। সারা বিশ্বে চলছে এখন অবাধ-তথ্যপ্রবাহ। উন্মুক্ত আকাশ মিডিয়া। বিশ্বের প্রতিটি রাষ্ট্রের চারিদিকে সীমানা ঘেরা কিন্তু আকাশপথের কোন সীমানানেই। ফলে বিশ্বময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা মানুষ এখন মুহূর্তেই জানতে ও শুনতে পারে। অনলাইন ও রিমোট কন্ট্রোলের সুইচে নিয়ন্ত্রিত তথ্যপ্রবাহের এই অবাধ সচলতা ও সফলতা মানুষের সর্বোচ্চ মেধা, দক্ষতা এবং শ্রমের ফসল। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উন্নত কলাকৌশল,গণমাধ্যমের ক্রমবর্ধমান সফলতায় চলমান বিপ্লব চলছে। প্রত্যেক মিডিয়া তার নিজস্ব স্থান ও মানকে আরো সুদৃঢ় করতে ব্যাপক প্রয়াস চালাচ্ছে।সেক্ষেত্রে মুনা মিডিয়া কর্মীদের আরো বেশী অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন,হুদায়বিয়ার সন্ধির অব্যাহতির পর রাসূল সাঃ যে ক'জন দূত বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানের কাছে দাওয়াত প্রদানের জন্য পাঠিয়েছিলেন, তারা সবাই ছিলেন বিভিন্ন ভাষায় পারদর্শী।পাশাপাশি তারা সবাই ভালো একেকজন সংবাদবাহক।
মতবিনিময় সভায় জোনের মিডিয়া ও কালচারাল বিভাগকে আরো মজবুত ও গতিশীল করতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএমসিসির সাবেক প্রেসিডেন্ট আবুল ফজল ফয়সল,নিউইয়র্ক সাউথ  জোনের সেক্রেটারী মুহাম্মদ ইমদাদ উল্লাহ, বায়তুলমাল সেক্রেটারী কে. এম. সাইফুল আলম,ব্রুকলিন ইষ্ট চ্যাপ্টারের সভাপতি বেলাল উদ্দিন,সহ-সভাপতি আকরামুল হক, সেক্রেটারী মু'তাসিম বিল্লাহ সিরাজী,হাসিবুর রহমান,আবু নাসের চৌধুরী,আব্দুল্লাহ আল মাহমুদ,সাদিকুুর রহমান,এম শরীফ উদ্দিন, মুজিবুর রহমান রিপন,মুহাম্মদ নাইমুল হাসান, আবদুস সাত্তার,ও এম রাব্বী প্রমুখ।   এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]