নিউইয়র্ক

'নিউ ইয়র্ক পুলিশ সজলের বিরুদ্ধে স্ত্রী হত্যা হুমকির অভিযোগ ভিত্তিহীন'

নিউ ইয়র্কের এক পুলিশের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন তার স্ত্রী। তবে সম্প্রতি এই অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্য সজল রয় আগে উঠতি রকস্টার হিসেবে পরিচিত ছিলেন। এই অভিযোগ থেকে অব্যাহতি পেলেও তাঁর আইনজীবী জানিয়েছেন তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে সামাজিক যে ক্ষতি সজলের করা হয়েছে, সেটি অপূরণীয়। অভিযোগের পর গত দুই বছর যাবত সজল রয় ডেস্ক জবে নিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের জন্য তার কাছ থেকে শিল্ড ও অস্ত্র নিয়ে নেওয়া হয়। সেই সাথে তাঁর বাংলা গানের চর্চাও বন্ধ হয়ে যায় বলে জানান সজলের আইনজীবী। আইনজীবী বলেন, 'তার স্ত্রী অত্যন্ত চতুরতা এবং সফলতার সাথে সমাজে সজলের গ্রহণযোগ্যতা নষ্ট করেছেন'। সজলের স্ত্রী রোখসানা মির্জা এক অভিযোগে বলেন, কুইন্সের বাড়িতে তর্কাতর্কির এক পর্যায়ে সজল তাকে গুলি করে হত্যার হুমকি দেয় এবং বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করে। এই অভিযোগের প্রেক্ষিতে সজলকে ২০২০ সালের মে মাসে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এলএবাংলাটাইমস/ওএম