নিউইয়র্ক

ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে বিস্ফোরণ ও বন্দুক হামলা, হতাহতের আশঙ্কা

নিউ ইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ বন্দুক হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সিটি অব ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, মঙ্গলবার সকালে সানসেট পার্ট নেইবারহুডের ৩৬ স্ট্রিট সাবওয়ে স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তারক্ষীরা বেশ কিছু অবিস্ফোরিত ডিভাইস উদ্ধার করে। এছাড়া, সেখানে বন্দুক হামলারও ঘটনাও ঘটেছে। আহত অবস্থায় এ পর্যন্ত অন্তত ১৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং অনেকে বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা বেশ গুরুতর। তবে কে বা কারা এই হামলায় জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী/দের চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের মতে, হামলাকারী খুব সম্ভবত গ্যাস মাস্ক ও নির্মাণকর্মীর ভেস্ট পরা ছিল। এবং সে ঘটনাস্থল থেকে পালিয়েছে। দ্য মেট্রোপলিটন ট্রানজিট অর্থোরিটি জানিয়েছে, সংস্থাটিও ঘটনার তদন্ত করছে এবং ডি, এন এবং আর ট্রেন উভয়দিক থেকেই সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনার বিস্তারিত উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।