নিউইয়র্ক

ব্রুকলিন হামলার ঘটনায় এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ

নিউ ইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ বন্দুক হামলা ও বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ। তাকে পার্সন অব ইন্টারেস্ট এর তালিকায় রাখা হলেও তাকে সন্দেহভাজন হামলাকারীর তালিকায় রাখা হয়নি।   মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে সানসেট পার্ট নেইবারহুডের ৩৬ স্ট্রিট সাবওয়ে স্টেশনে বিস্ফোরণ ও গুলির ছোঁড়া হয়। এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিরাপত্তারক্ষীরা বেশ কিছু অবিস্ফোরিত ডিভাইস উদ্ধার করে। পুলিশ জানায়, এই হামলার সাথে জড়িত সন্দেহে ফ্র্যাঙ্ক আর জেমস (৬২) নামের এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। এই ব্যক্তি হামলার ঘটনার আগে একটি ইউ-হল ভ্যান ভাড়া করে। এর সাথে হামলার যোগসূত্র রয়েছে বলে পুলিশের ধারণা। ফিলাডেলফিয়া থেকে ভ্যানটি ভাড়া করা হয়। হামলাস্থলে ভ্যানটির চাবি পাওয়া যায়। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চিফ ডিটেক্টিভ জেমস এসিগ জানান, ‘ট্রেনের সাথে ওই হামলাকারীর কোনো যোগসূত্র আছে কী না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হামলা সম্পর্কে কারো কাছে যে কোনো তথ্য থাকলে সেটি হটলাইন নাম্বারে ফোন করে জানাতে অনুরোধ জানিয়েছেন। এলএবাংলাটাইমস/ওএম