নিউইয়র্ক

অভিবাসী সংকট: নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

অভিবাসীদের চাপ সামলাতে নিউ ইয়র্ক জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত নিউ ইয়র্কে ১৭ হাজার অভিবাসী আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে টেক্সাস, অ্যারিজোনা এবং ফ্লোরিডার মতো রিপাবলিকান রাজ্যগুলো সেখানে অবস্থানরত অভিবাসীদের ডেমোক্রেটিক অঞ্চলের দিকে পাঠিয়ে দিচ্ছে। চলতি বছর উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্র ও ম্যাক্সিকো সীমান্ত নিয়ে প্রবেশ করেছেন। শুক্রবার (৭ অক্টোবর) মেয়র এরিক অ্যাডামস জানান, গড়ে প্রতিদিন ৫ থেকে ৬টি অভিবাসী বোঝাই বাস নিউ ইয়র্কে আসছে। তিনি আরও জানান যে আশ্রয়কেন্দ্রে অবস্থান করা প্রতি পাঁচজনের একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থীতার আবেদন করেছেন। তিনি আরও জানান, আশ্রয়শিবিরে পরিবারের সাথে এমন অনেক স্কুলে যাওয়ার বয়েসী শিশু রয়েছে যাদের বিশেষ মেডিকেল কেয়ার দরকার। অভিবাসীদের আশ্রয় ও অন্যান্য বিষয়ে খরচ সামলাতে ৯০০ মিলিয়ন ডলার খরচ হবে। এর জন্য স্থানীয় এবং ফেডারেল ফাণ্ডিং এর আবেদন করেন তিনি। মেয়র অ্যাডামস জানান, 'নিউ ইয়র্কবাসী এই বিষয়ে বেশ ক্ষুব্ধ। আমরা হাজারো অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার মতো কোনো চুক্তিতে নেই'। এলএবাংলাটাইমস/ওএম