নিউইয়র্ক

১১৫৮ কেজির দৈত্যকার মিষ্টি কুমড়া!

প্রতিযোগিতায় এসেছে বিশাল এক মিষ্টি কুমড়া! মিষ্টি কুমড়ার সামনে হাসি মুখ করে বসে আছেন দুজন। প্রতিযোগিতায় আসা মিষ্টি কুমড়া কিন্তু যেনতেন নয়। ওজন তার ১ হাজার ১৫৮ কেজি! এবার কি আপনার চোখ কপালে উঠে গেলো?

এক কুমড়ার ওজন এক হাজার ১৫৮ কেজি। অবাক করার মতো হলেও বিষয়টি সত্য। দৈত্যাকার এই কুমড়া নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কৃষক। গড়েছেন রেকর্ডও।

নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস। তার ক্ষেতেই ফলেছে এ বিশাল কুমড়া। যা দিয়ে তিনি ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছেন।

অল্পের জন্য বিশ্ব রেকর্ডের গড়তে পারেননি স্কট অ্যান্ড্রেস। তার এই কুমড়ার ওজন ১ হাজার ১৫৮ কেজি। সেখানে ইটালির এক কৃষক ১ হাজার ২২৫ কেজি ওজনের কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।

স্কট জানিয়েছেন, তার লক্ষ্য ছিল বিশ্ব রেকর্ডের। যার কারণে তিনি দিন-রাত এক করে কুমড়ার দেখাশোনা করে গেছেন।   এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]