নিউইয়র্ক

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাইরে পাল্টাপাল্টি কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখছিলেন, তখন বাইরে পাল্টাপাল্টি কর্মসূচি চলে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের।

বুধবার নিউ ইয়র্ক সময় সকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে ভাষণ দেন শেখ হাসিনা।

বৃষ্টির মধ্যেই আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে জড়ো হন জাতিসংঘ সদর দপ্তরের বাইরে।

দেড়শ গজের ব্যবধানে দু্ই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। হাতের হাতে ছিল বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড।

আওয়ামী লীগ সমর্থকরা শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে স্লোগান দেন। তাদের কর্মসূাচিতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী কমান্ডার, আওয়ামী লীগ নেতা শাহীন আলম, যুবলীগ নেতা ফরিদ আলম, শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকন প্রমুখ।

‘সে নো টু হাসিনা’ স্লোগান লেখা গেঞ্জি পরে বিক্ষোভ করেন বিএনপি নেতা-কর্মীরা। তাদের হাতে ধরা ব্যানারে লেখা ছিল- ‘বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করুন’, ‘শেখ হাসিনাকে না বলুন’। তাদের নেতৃত্বে ছিলেন আব্দুল লতিফ সম্রাট, পারভেজ সাজ্জাদ, দেলোয়ার হোসেন, এম এ বাতিন, দিনাজ খান প্রমুখ।
রোববার জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়ও প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে বাইরে বিক্ষোভ দেখান।

গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক পৌঁছানোর পর জেএফকে বিমানবন্দরের বাইরেও যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ কর্মী-সমর্থককে বিক্ষোভ দেখিয়েছিল।