নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে উইলিয়াম-কেট, আজ বাইডেনের সঙ্গে সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফররত প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ শুক্রবার তাঁদের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বুধবার ব্রিফিংয়ে বলেন, আজ ডেমোক্রেটিক পার্টির ফান্ড সংগ্রহের জন্য উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বোস্টনে থাকবেন বাইডেন। এ সময় তিনি (প্রেসিডেন্ট) প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসকে অভ্যর্থনা জানানোর ইচ্ছা পোষণ করেছেন। তাঁদের সাক্ষাতের ব্যাপারে কাজ চলছে। রানী এলিজাবেথের মৃত্যুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। সেখানে তাঁরা আর্থশট পুরস্কার-২০২২ নামে পরিবেশবিষয়ক একটি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে যুক্তরাষ্ট্র সফরে গেলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সঙ্গে তাঁদের দেখা হওয়ার সম্ভাবনা কম। খবর এএফপির।