নিউইয়র্ক

টাইম স্কয়ারের কাছে চাপাতি হাতে পুলিশের উপর হামলা

টাইম স্কয়ারের কাছে চাপাতি হাতে তিন পুলিশের উপর চড়াও হয় এক হামলাকারী। পরে পুলিশের গুলিতেই তার মৃত্যু হয় বলে জানায় কর্তৃপক্ষ। পুলিশ কমিশনার কিশেন্ট সিওয়েল জানান, রাত ১০টা ১১ মিনিটে বড়দিনের রাতে ওয়েস্ট ৫২ স্ট্রিট অ্যান্ড এইটথ অ্যাভিনিউ এর কাছে ১৯ বছর বয়েসী এক হামলাকারী চাপাতি হাতে নিউ ইয়র্ক পুলিশের তিন সদস্যের উপর চড়াও হয়। সিওয়েল জানান, বিনা উস্কানিকে পুলিশ সদস্যদের কাছে এসে চাপাতি দিয়ে সে মাথায় আঘাত করতে চেষ্টা করে। ব্যর্থ হয়ে সে অন্য দুই সদস্যকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে। তিনি জানান, হামলাকারীর আঘাতে দুইজনই মাথায় বেশ আঘাতপ্রাপ্ত হোন। একজনের স্কাল ফ্র‍্যাকচার দেখা দিয়েছে। অন্যজনের মাথা কেটে গেছে। কর্তৃপক্ষ জানায়, হামলার পর এক পুলিশ সদস্য হামলাকারীকে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সিওয়েল জানান, আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। হামলার উদ্দেশ্য জানতে নিউ ইয়র্ক পুলিশের সাথে এফবিআই জয়েন্ট টেরোরিজম কাজ করছে। এফবিআই এর ফিল্ড অফিসার মাইক ড্রিসকল জানান, ধারণা করা হচ্ছে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। তবে এতে জননিরাপত্তাজনিত হুমকি নেই। নিউ ইয়র্ক পুলিশ আরও জানান, টাইম স্কয়ারের কাছে আরও একটি হামলার ঘটনা ঘটেছে। এক ব্যক্তিকে দুইবার ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এলএবাংলাটাইমস/ওএম