নিউইয়র্ক

৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাফেলো

সোমবার (৬ জানুয়ারি) ভোরে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউ ইয়র্ক সিটির বাফেলো অঞ্চল। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, সকাল ৬টা ১৫ মিনিটে ভূকম্পনটি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল পশ্চিম সেনেকার এক মাইলের মধ্যে এবং এর গভীরতা ছিল ১ দশমিক ৯ মাইল। বাফেলো অফিস অব ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। ভূতত্ত্ববিদ ইয়ারেব আল্টাউইল জানান, গত ৪০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। সর্বশেষ ১৯৯৯ সালে ৩ দশমিক ৮ মাত্রার ভূকম্পন পরিমাপ করা হয় এই অঞ্চলে। প্রায় কয়েক সেকেন্ড যাবত এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। অল্প সময়ের জন্য ওই অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পরেছিল। এরি কাউন্টি এক্সিকিউটিভ মার্ক পোলোনকার্য টুইট বার্তায় জানান, মনে হয়েছে কেউ আমার বাড়িতে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে। আমি লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ি। কাউন্টি ইমার্জেন্সি কর্তৃপক্ষ জানিয়েছে, নায়াগ্রা ফলসসহ ভূমিকম্পটি ৩০ মাইল রেডিয়াসে অনুভূত হয়েছে। বাফেলোর ২০ মাইল উত্তরে এর প্রভাব পরেছে। এলএবাংলাটাইমস/ওএম