নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের মিসোরিতে বর্ণবাদ আন্দোলন

যুক্তরাষ্ট্রের মিসোরিতে বর্ণবাদের
প্রতিবাদে শুরু করা আন্দোলনে জয় লাভ
করেছে মিসোরি বিশ্ববিদ্যালয়ের সাধারণ
ছাত্রছাত্রীরা। আন্দোলনটি মূলত শুরু করেছিল
বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের সদস্যরা এবং পরে
এতে যোগদান করে অনেক সাধারণ ছাত্র-
ছাত্রী।
আজকে মঙ্গলবার সেখানকার ছাত্রছাত্রীদের
ঘুম ভেঙ্গে যায় আন্দোলনকারীদের বিজয়
উল্লাসে কারন সপ্তাহব্যাপী চলা এই
আন্দোলনের ফলে অবশেষে পিছু হঠে
পদত্যাগ করেছে বিশ্ববিদ্যালয়ের
প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর।
বিশ্ববিদ্যালয়ের কলাম্বিয়া ক্যাম্পাসে বহুদিন
থেকেই আফ্রিকান আমেরিকান ছাত্ররা
বিভিন্নভাবে বর্ণবাদের স্বীকার হয়ে
অভিযোগ জানিয়ে আসলেও বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ সেটা না শোনার ভান করে ছিল।
সেখানকার কালো ছাত্রদের নেতারা বর্ণবাদের
এই অন্যায়ের ব্যাপারে সাধারণ ছাত্রদের
বিভিন্নভাবে অভিহিত করে আন্দোলন শুরু
করেন।
কিন্তু গত সোমবার পরিস্থিতি এতই খারাপ হয় যে
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট টিম উলফ এবং
চান্সেলর আর বোয়েন লেফটিন পদত্যাগ
করতে বাধ্য হন।
মার্শাল এলেন নামক আন্দোলনকারীদের
একজন জানিয়েছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে
যে ধরনের শোষণ এবং নিপীড়ন করা হয়
সেটা মানুষের সামনে উন্মোচিত করার এটা মাত্র
শুরু।