নিউইয়র্ক

নিউ ইয়র্কে বহুতল পার্কিং ধসে মৃত ১, আহত ৫

নিউ ইয়র্ক সিটিতে একটু বহুতল কার পার্কিং এর আংশিক ধসে ১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ম্যানহাটন ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এর চার তলা স্ট্রাকচারের দ্বিতীয় তলা ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণজনিত ত্রুটির কারণে পার্কিং-এ এই ধস হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পার্কিং ধসে গাড়ি এবং অন্যান্য আবর্জনা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে। নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট প্রধান জন এস্পোসিতো জানান, ধংসস্তুপ থেকে হতাহতদের উদ্ধার কার্যক্রম বেশ জটিল ও ভয়ানক ছিল। ভবনটির অবস্থা খুবই নাজুক ছিল। জন জানান, উদ্ধার কার্যক্রম চলাকালীনও ভবনটি ভেঙে পড়ছিল। পরে সকলকে সেখান থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রোবোটিক কুকুর ব্যবহার করে ভিতরের ছবি পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পার্কিং এর সাথে অন্য কোনো ভবনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী না, তা নিশ্চিত হতে অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম