নিউইয়র্ক

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় তানভির আহমেদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাত ১১ টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট) এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ২৪ আটলান্টিক সিটির হাইওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন তানভির। এ সময় একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

৫ মাস আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো তানভিরের গ্রামের বাড়ি ফেনী জেলায়। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার রামপুরায় বসবাস করছিলেন। প্রবাসী স্ত্রী মুশতারী বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ আগস্ট ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যান তানভির। নিহত তানভিরের এক মেয়ে রয়েছে।

দুর্ঘটনার পরপরই আটলান্টিক সিটির এবসিকন এলাকার দুর্ঘটনাস্থলটি সিলগালা করে রেখেছে পুলিশ। তানভিরকে ধাক্কা দেওয়া গাড়িটির চালকের নাম নিকোলাস মাইরাস (২৫)। ধারণা করা হচ্ছে, গাড়িটি চালানোর সময় মাতাল অবস্থায় ছিলেন চালক।

নিউইয়র্ক সিটি পুলিশ বলেছে, তানভিরের পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। তবুও তারা সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন আলামত দেখে গাড়ি চালকের অবস্থান শনাক্ত করেছে।