নিউইয়র্ক

নিউইয়র্কে গত কয়েক সপ্তাহ ধরে কমেছে গ্যাসের দাম

  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত কয়েক সপ্তাহ ধরে কমেছে গ্যাসের দাম। গত সপ্তাহে গ্যালন প্রতি দাম কমেছে প্রায় ৭ সেন্ট। এতে খানিকটা স্বস্তি পাচ্ছেন গাড়িচালকরা। এদিকে টানা ৬-৭ সপ্তাহ ধরে গ্যাসের দাম কমলেও তা পুরোদেশের গড় দামের থেকে বেশি। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন কয়েক সপ্তাহের মধ্যে গ্যাসের দাম আরও নিয়ন্ত্রণে চলে আসবে।প্রসঙ্গত, এক গ্যালন গ্যাসের জাতীয় গড় এখন ৩.২১ ডলার। নিউইয়র্কে দাম কমেও গড় ৩.৩৭ ডলার প্রতি গ্যালন। বাফেলোতে ৩.৪৪, রোচেস্টারে ৩.৪৮, সিরাকিউজে ৩.৩৬ এবং ক্যাপিটাল ডিস্ট্রিক্টে এটি আরও কম ৩.৩২ প্রতি গ্যালন। এলএবাংলাটাইমস/আইটিএলএস