নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে মোহাম্মদ আলীর জানাজায় মানুষের ঢল

যুক্তরাষ্ট্রে কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জানাজায় সাধারণ মানুষের ঢল নামে। দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে অনুষ্ঠিত এ জানাযায় মুষ্টিযুদ্ধ সংগঠক ডন কিং, মানবাধিকারকর্মী জেসি জ্যাকসন, ইউসুফ ইসলামসহ (পূর্বনাম ক্যাট স্টিভেন) বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্যের ১৪ সহস্রাধিক মুসলমানরা অংশ নেন। খবর বিবিসির।
মোহাম্মদ আলীর জানাজা পড়ান ইমাম জাইদ শাকির। তিনি বলেন, মোহাম্মদ আলীর ইচ্ছানুসারে জানাজার আয়োজন করা হয়, যা হলো একটি ‘শিক্ষণীয় মুহূর্ত’।
স্থানীয় সময় শুক্রবার কেন্টাকির লুইসভিলে মোহাম্মদ আলীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে ২০ সহস্রাধিক মানুষের জন্য অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
শেষকৃত্য অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ অনেক বিশ্বনেতার অংশ নেওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা পারিবারিক কারণে এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছে ।