নিউইয়র্ক

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলিবর্ষণ: কিশোর গ্রেপ্তার, আহত ৩

নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে শনিবার ভোরে গুলিবর্ষণের ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিট (GMT ০৫:২০) এ ওয়েস্ট ৪৪তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে, বিশ্বের অন্যতম ব্যস্ত পর্যটন কেন্দ্র টাইমস স্কোয়ারের উঁচু বিলবোর্ডের নিচে গুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক যুবকের পায়ে, ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পায়ে গুলি লাগে এবং ১৮ বছর বয়সী এক নারীর ঘাড়ে (গ্রেজ) আঘাত লাগে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা স্থিতিশীল আছেন। টাইমস স্কোয়ারে Raising Cane's চিকেন রেস্তোরাঁর সামনে একটি সংঘর্ষ থেকে এ গুলিবর্ষণের ঘটনা শুরু হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। গত মাসে, ম্যানহাটনের মিডটাউনে একটি অফিস ভবনে গুলিবর্ষণে চারজন কর্মী নিহত হন। ধারণা করা হয়, ২৭ বছর বয়সী নেভাদা থেকে আসা বন্দুকধারী ন্যাশনাল ফুটবল লীগ (NFL) অফিসকে লক্ষ্যবস্তু করেছিলেন। নিউইয়র্ক পুলিশ জানায়, সাম্প্রতিক মাসগুলোতে শহরে বন্দুক সহিংসতার হার ঐতিহাসিকভাবে কমেছে। তবে এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন নিউইয়র্ক মেয়র নির্বাচনের মাত্র তিন মাস বাকি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুব অপরাধ দমনে ওয়াশিংটন ডিসির রাস্তায় ফেডারেল এজেন্ট মোতায়েন করেছেন। শুক্রবার, ট্রাম্প ওয়াশিংটন ডিসির রাস্তায় ফেডারেল এজেন্ট মোতায়েনের নির্দেশ দেন, যেটিকে তিনি “পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া” অপরাধের মাত্রা হিসেবে বর্ণনা করেছেন। ওয়াশিংটন ডিসির হত্যাকাণ্ডের হার অন্যান্য মার্কিন শহরের তুলনায় এখনও তুলনামূলকভাবে বেশি, এ বছর এখন পর্যন্ত সেখানে মোট ৯৮টি হত্যার ঘটনা রেকর্ড হয়েছে। গত এক দশক ধরে এ হার ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। তবে ফেডারেল তথ্য অনুযায়ী, গত বছর ওয়াশিংটন ডিসিতে সামগ্রিক সহিংস অপরাধের হার—যেখানে গাড়ি ছিনতাই, হামলা ও ডাকাতি অন্তর্ভুক্ত—গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল। শনিবার, ট্রাম্প ট্রুথ সোশালে ঘোষণা দিয়েছেন যে তিনি সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলন করবেন, যা তার ভাষায় “ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ কার্যত বন্ধ করে দেবে।”

এলএবাংলাটাইমস/ওএম