নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শহরের পাঁচ হাজারের বেশি ভাড়াসহায়ক অ্যাপার্টমেন্টের দেউলিয়া বিক্রি বন্ধের যে উদ্যোগ নিয়েছিলেন, তা সাময়িকভাবে ফেডারেল আদালতে আটকে গেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের দেউলিয়া আদালতের বিচারক ডেভিড জোন্স শহরের হস্তক্ষেপের আবেদন নাকচ করে জানিয়েছেন, দেউলিয়া বিক্রির প্রক্রিয়া এগিয়ে যাবে।
গত সপ্তাহে দায়িত্ব নেওয়ার পরপরই মেয়র মামদানি সিটি হলের আইন বিভাগকে নির্দেশ দেন, পিনাকল গ্রুপের মালিকানাধীন ৯০টির বেশি ভবনের দেউলিয়া মামলায় হস্তক্ষেপ করতে। নগর কর্তৃপক্ষের দাবি, আবাসন কোড লঙ্ঘনের কারণে পিনাকল গ্রুপের কাছে শহরের প্রায় ১ কোটি ২৭ লাখ ডলার বকেয়া রয়েছে। ঋণে খেলাপির পর কোম্পানিটি মে মাসে ৫৬০ মিলিয়ন ডলারের বেশি ঋণ নিয়ে দেউলিয়া ঘোষণা করে।
আদালতের নথি অনুযায়ী, বিলিয়নিয়ার জোয়েল উইনারের মালিকানাধীন পিনাকল গ্রুপ নিউইয়র্ক সিটির অন্যতম বড় বাড়িওয়ালা, যাদের প্রায় ১৪০টি ভবনে ৯ হাজারের মতো অ্যাপার্টমেন্ট রয়েছে। দেউলিয়া ঘোষণার পর সামিট রিয়েল এস্টেট হোল্ডিংস ব্রুকলিন, ম্যানহাটন, ব্রঙ্কস ও কুইন্সে অবস্থিত বহু ভবন কিনতে ৪৫০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়। তবে এই বিক্রি চূড়ান্ত করতে বিচারক জোন্সের অনুমোদন প্রয়োজন।
পিনাকলের আইনজীবী কেন ফিশার বলেছেন, দেউলিয়া নিলাম সম্পন্ন হলে আর্থিক স্থিতিশীলতা আসবে এবং সেবা উন্নয়নের সুযোগ তৈরি হবে—যা শহর কর্তৃপক্ষেরও বিঘ্নিত করা উচিত নয়। তবে শহরের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, সামিটের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং ভবিষ্যতে আবাসনগুলোর পরিস্থিতি উন্নত করতে তারা সক্ষম নাও হতে পারে। নগর কর্তৃপক্ষের আশঙ্কা, আর্থিক ক্ষতি ও ব্যয় বাড়তে থাকলে আবার দেউলিয়া বা পুনর্গঠনের প্রয়োজন দেখা দিতে পারে, যা বর্তমান অবস্থার চেয়েও খারাপ সামাজিক সংকট তৈরি করবে।
এদিকে, পিনাকল টেন্যান্টস ইউনিয়ন অভিযোগ করেছে, বর্তমান মালিক দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণে অবহেলা করেছে, ইউটিলিটি বিল পরিশোধ করেনি এবং অনেক অ্যাপার্টমেন্ট জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তারা আশঙ্কা করছেন, নতুন মালিক এলেও পরিস্থিতির উন্নতি নাও হতে পারে।
পিনাকল সম্পত্তি নিয়ে এই বিরোধ সাম্প্রতিক মেয়র নির্বাচনে বড় ইস্যু ছিল। আবাসন অধিকারকর্মীরা সতর্ক করেছেন, নিউইয়র্কে বাড়তি ভাড়া ও আবাসন ব্যয় নিম্নআয়ের বাসিন্দাদের ওপর চাপ বাড়াচ্ছে এবং গৃহহীনতার ঝুঁকি বৃদ্ধি করছে। মেয়র মামদানি ভাড়াসহায়ক আবাসন রক্ষার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে প্রচার চালান এবং শপথ গ্রহণের দিন ব্রুকলিনের একটি পিনাকল ভবনে গিয়ে ভাড়াটিয়াদের সঙ্গে দেখা করেন।
এদিকে, এই আদালত-পরাজয়ের মধ্যেই মেয়রের টেন্যান্ট সুরক্ষা দপ্তরের প্রধান হিসেবে সিয়া উইভারকে মনোনয়ন দেওয়া নিয়ে বিতর্ক চলছে। অতীতে সামাজিক মাধ্যমে দেওয়া কিছু মন্তব্যের জন্য সমালোচিত হলেও মামদানি তাকে সমর্থন করেছেন; উইভার জানিয়েছেন, তিনি সেসব মন্তব্যের জন্য অনুতপ্ত এবং পোস্টগুলো ইতোমধ্যে মুছে ফেলেছেন।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম