নিউইয়র্ক

১ লাখেরও বেশি ভিসা বাতিল হল ট্রাম্পের আদেশে

গতকাল শুক্রবার ভার্জিনিয়ার একটি আদালতে বিচার বিভাগীয় শুনানিতে একজন আইনজীবী বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে ১ লাখেরও অধিক ভিসা বাতিল হয়েছে। 

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রকাশিত খবরে বলা হয়, গত ২৭ জানুয়ারি নির্বাহী আদেশ জারি হওয়ার পর ইমিগ্রেশন ও ট্রাভেলের ১ লাখেরও বেশি ভিসা বাতিল হয়ে যায়।   
এই সকল ভিসার মধ্যে ব্যক্তিগত ভিসার সংখ্যা ৬০ হাজারেরও কম। এবং এই ব্যক্তিগত ভিসাগুলো আপাতদৃষ্টিতে নির্বাহী আদেশে স্টেট ডিপার্টমেন্ট বাতিল বলেই মেনে নিচ্ছে বলে জানানো হয় সিএনএন প্রতিবেদনে।  

তবে নির্বাহী আদেশে ভিসা বাতিলের একটি সংখ্যাগত ধারণা দিয়ে আইনজীবীর করা প্রশ্নে আদালত নির্বাহী আদেশের প্রভাবের মাত্রা সম্পর্কে অনুধাবন করতে পেরেছে।