নিউইয়র্ক

ফক্স নিউজকে ক্ষমা চাইতে বলছে ক্রেমলিন

ফক্স নিউজের এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলে অভিহিত করায়  সংবাদমাধ্যমটিকে ক্ষমা চাইতে বলেছে ক্রেমলিন।

পুতিনের প্রেস সেক্রেটারি ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, ‘ফক্স নিউজের প্রতিনিধি যে মন্তব্য করেছেন আমরা মনে করি তা অসম্মানজনক, অগ্রহণযোগ্য ও আক্রমণাত্মক। আমরা আশা করি, এমন একটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম এই ঘটনায় ক্ষমা চাইবে।’

উল্লেখ্য, গত রবিবার সাক্ষাত্কারটি ফক্স নিউজে প্রচারিত হয়। ওই সাক্ষাৎকারে ও’রেইলি বক্তব্যের জবাবে পুতিনকে সমর্থন করে ট্রাম্প বলেন, ‘এখানেও (যুক্তরাষ্ট্রে) অনেক হত্যাকারী রয়েছে। আমাদেরও অনেক হত্যাকারী রয়েছে। আপনি কি মনে করেন, আমাদের দেশটা নিষ্পাপ?’

তিনি আরও বলেন, ‘নিজ দেশের ওপর তার (পুতিন) অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে।’ ৮২ শতাংশ জনগণের সমর্থন পুতিনের সঙ্গে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।