নিউইয়র্ক

ট্রাম্পের নিষেধাজ্ঞা ডিঙিয়ে ইরানি শিশুর যুক্তরাষ্ট্রে

চার বছরের এই ইরানি শিশুর নাম ফাতেমা রেশাদ। মারাত্মক হৃদরোগ এবং সম্ভাব্য ফুসফুসের সমস্যায় আক্রান্ত শিশুটির জন্য এর আগে একবার যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করা হলে তা প্রত্যাখ্যাত হয়। 

পরে চিকিৎসার জন্য আবেদন করলে মানবিক প্যারলে বিশেষ ভিসা পায় শিশুটি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক খবরে বলা হয়েছে, এরইমধ্যে চিকিৎসা সেবা নিতে শুর করেছে শিশুটি। পোর্টল্যান্ডে অবস্থিত দোয়েরবেকার চিলড্রেন’স হসপিটালে তার চিকিৎসা চলছে।

সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপের পরও বিশেষ বিবেচনায় এক ইরানি শিশুকে যুক্তরাষ্ট্রে চিকিৎসার সুযোগ দেওয়া হয়। 


মুসলিম নিষেধাজ্ঞা কিংবা তা নিয়ে চলমান আইনি জটিলতার মধ্যে পড়তে হয়নি তাকে।