নিউইয়র্ক

এফবিআই প্রধান হচ্ছেন ক্রিস্টোফার রে

আইনজীবী ক্রিস্টোফার রে-কে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে মনোনীত করার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটবার্তায় একথা জানান তিনি। টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘এফবিআই’র নতুন প্রধান হিসেবে আমি অনবদ্য যোগ্যতার অধিকারী ক্রিস্টোফার এ. রে-কে মনোনীত করব।’ এ ব্যাপারে পরে আরো জানানো হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
বর্তমানে ব্যক্তিগতপর্যায়ে অনুশীলনরত ক্রিস্টোফার জর্জ ডব্লিউ বুশ ক্ষমতায় থাকাকালে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, নিউ জার্সির গভর্নর এবং ট্রাম্পের সহযোগী ক্রিস ক্রিস্টির ‘ব্রিজগেট’ কেলেঙ্কারি মামলায় ক্রিস্টির আইনজীবী ছিলেন। সূত্র : রয়টার্স ও বিবিসি