নিউইয়র্ক

মার্কিন সেনাবাহিনীতেও বর্ণবাদ!

মার্কিন সেনাবাহিনীর কৃষ্ণাঙ্গ সেনারা তাদের শ্বেতাঙ্গ সতীর্থদের তুলনায় অধিকহারে কোর্ট মার্শালসহ অন্যান্য সামরিক বিচারের মুখে পড়েন। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর তথ্যের ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনে এটি জানিয়েছে মানবাধিকার গোষ্ঠী প্রটেক্ট আওয়ার ডিফেন্ডার (পিওডি)।
পিওডি’র জানায়, মার্কিন সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং মেরিনসহ প্রতিরক্ষা বাহিনীর সবখানেই কৃষ্ণাঙ্গ সেনাদের ক্ষেত্রে এমনটি ঘটে। ‘সামরিক বিচারের ক্ষেত্রে বর্ণবাদী বৈষম্য’ বা ‘রেসিয়াল ডিজপ্যারিটিস ইন মিলিটারি জাস্টিস’ নামের এ প্রতিবেদন তৈরি করতে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত এক দশকের তথ্যাবলী ব্যবহার করা হয়েছে। তথ্য জানার স্বাধীনতার আওতায় এ সংক্রান্ত উপাত্ত সংগ্রহ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিচারের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ থেকে প্রমাণিত হচ্ছে যে মার্কিন সেনাবাহিনীতে কৃষ্ণাঙ্গ সেনারা সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হন। এতে আরো বলা হয়েছে, সামরিক বিচারের ক্ষেত্রে কখনো কখনো শ্বেতাঙ্গ সেনাদের তুলনায় কৃষ্ণাঙ্গরা ১.২৯ গুণ থেকে ২.৬১ গুণ বেশি বৈষম্যের শিকার হয়ে থাকেন। সূত্র : ইনডিপেনডেন্ট