নিউইয়র্ক

হেলথকেয়ার বিলে ভোট পিছিয়ে দিলো মার্কিন সিনেট

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত হেলথকেয়ার বিলকে আইনে পরিণত করার ভোট আয়োজন পিছিয়ে দিয়েছে দেশটির সিনেট। শনিবার সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এই তথ্য জানিয়েছেন।
অ্যারিজোনার রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন অসুস্থ হয়ে পড়ায় সিনেটে হেলথকেয়ার বিলটির পাস হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়। এই বিল অনুমোদনের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা বিল ওবামাকেয়ার বাতিল হবে। হেলথকেয়ার বিলটি পাস হতে ন্যূনতম ৫০জন সিনেটের হ্যাঁ ভোট প্রয়োজন। সিনেটের খুব কম ব্যবধানে ৫২-৪৮ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের।
এক বিবৃতিতে ম্যাককনেল জানান, অস্ত্রোপচার শেষে সুস্থতার পথে রয়েছেন ম্যাককেইন। ফলে আমাদের আইনি কাজগুলো চলমান থাকবে এবং বেটার কেয়ার অ্যাক্টটি বিবেচনার জন্য সময় সীমা পিছিয়ে দেওয়া হয়েছে।
অসুস্থ হওয়ার আগে ম্যাককেইন বিলটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি পক্ষে না বিপক্ষে ভোট দেবেন তা জানানি। এর আগে দুই রিপাবলিকান সিনেটর বিলটির বিরোধিতা করবেন বলে জানিয়েছেন।

সূত্র: রয়টার্স।