নিউইয়র্ক

আগামী সপ্তাহে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড আলাস্কা অঙ্গরাজ্যের কোডিয়াক দ্বীপে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে। প্যাসিফিক স্পেসপোর্ট কমপ্লেক্স থেকে ২৯ জুলাই স্থানীয় সন্ধ্যা ৭টা এবং ৩০ জুলাই রাত দেড়টায় এই মিসাইল পরীক্ষা চালানো হবে।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের এক নোটিশে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানানো হয়েছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বিকল্প সময় সূচিও ঠিক করে রাখা হয়েছে। ৩০ জুলাই ৭টা এবং ৩১ জুলাই রাত দেড়টা এবং ৩১ জুলাই ৭টা এবং ১ আগস্ট রাত দেড়টায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিকল্প সময়সূচি হিসেবে ঘোষণা করা হয়েছে।
কোস্ট গার্ড এই সময়ে কোডিয়াক দ্বীপ ও হাওয়াই-এর মধ্যকার সাগরের জলসীমায় নাবিকদের উপস্থিত না থাকার জন্য আহ্বান জানিয়েছে।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য মার্কিন সেনারা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এজেন্সির কমপ্লেক্সে অস্থায়ীভাবে অবস্থান করছেন। তারা থার্মাল হাই আলটিচুড অ্যারিয়া ডিফেন্স (ঠাড) ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন।