নিউইয়র্ক

মস্কোয় মার্কিন কূটনীতিবিদদের সংখ্যা কমানোর নির্দেশ

মস্কোয় নিযুক্ত মার্কিন কূটনীতিবিদদের সংখ্যা কমানো ও সেখানকার মার্কিন দূতাবাসের গুদাম ব্যবহার না করার নির্দেশ দিয়েছে রাশিয়া।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিল মার্কিন কংগ্রেস অনুমোদন করার পরিপ্রেক্ষিতে পাল্টা এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো।

শুক্রবার এক বিবৃতিতে সেপ্টেম্বর মাসের ১ তারিখে মধ্যে রাশিয়ার মার্কিন কূটনীতিবিদের সংখ্যা কমিয়ে ৪৫৫ জনে নামিয়ে আনতে হবে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে। আমেরিকায় একই সংখ্যক রুশ কূটনীতিবিদ কর্মরত রয়েছেন।

এছাড়া মস্কোর মার্কিন দূতাবাসের গুদাম আগামী মাসের ১ তারিখ থেকে আর ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এ পদক্ষেপ অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গুপ্তচরবৃত্তির কথিত অভিযোগে বিগত বছর নভেম্বর মাসে আমেরিকা থেকে রাশিয়ার ৩৫ কূটনীতিবিদকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার।

সূত্র : সিনহুয়া