ধর্ম

মন পরিবর্তনের শব্দমালা

এক. অন্যের জন্য প্রার্থনা করুন। যখন আপনি নিরাশ বোধ করেন তখন প্রার্থনা করুন। আপনি যখন আশাবাদী হন তখনো প্রার্থনা করুন। সব পরিস্থিতিতেই প্রার্থনা করুন। প্রার্থনা শক্তিশালী। প্রার্থনা করুন এবং সর্বশক্তিমানকে বাকি কাজ করতে দিন। তিনি সর্বময় ক্ষমতাশালী। তিনি জানেন। তিনি শোনেন। তিনি দেখেন। তিনি যত্ন নেন। আপনি কখনোই একা নন। তিনি সর্বদা আপনার জন্য পাশে রয়েছেন।
দুই. তিনি আমাদের প্রতিটি নতুন দিনের জন্য যখন মুখোমুখি হতে দেন তার জন্য প্রতিদিনই সর্বশক্তিমানকে ধন্যবাদ জানানোর কথা মনে রাখবেন। মাঝে মধ্যে আমরা ভুলে যাই যে তাজা বাতাসের নতুন একেকটি শ্বাস তাঁর একেকটি আশীর্বাদ। এই জিনিসগুলোকে নিশ্চিতভাবে গ্রহণ করার জন্য সর্বশক্তিমান যেন আমাদের ক্ষমা করেন। আমরা সর্বদা যেন আমাদের আশীর্বাদগুলোকে স্মরণ করি এবং প্রতিদিন এসব হিসাব করার জন্য যেন নিজেকে স্মরণ করিয়ে দিতে পারি।   এলএবাংলাটাইমস/এলআরটি/আর

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]