খেলাধুলা

খালি হাতে ফিরল মিসর, সান্ত্বনার জয় সৌদির

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপটি হয়তো ভুলেই যেতে চাইবেন মোহাম্মদ সালাহ। প্রথম ম্যাচে ইনজুরির কারণে সাইড বেঞ্চে বসে দলের পরাজয় দেখার পর দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে বড় ব্যবধানে হার। শেষ ম্যাচে দেশকে সান্ত্বতার জয় উপহার দিতে চেয়েছিলেন; কিন্তু শেষ মূহুর্তের নাটকীয় গোলে তাদেরকে খালি হাতেই বিদায় করে দিলো সৌদি আরব।

রোববার এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে মিসর। আগে লিড নিয়েও ধরে রাখতে পারেনি দলটি। ২২ মিনিটে মিসরকে লিড এনে দেন মোহাম্মাদ সালাহ। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে সৌদি আরব। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন সৌদি ফরোয়ার্ড আল দাওসারি। দ্বিতীয়ার্ধের বর্ধিত সময় ছিলো চার মিনিট। কিন্তু চার মিনিট পাঁচ সেকেন্ডের সময় গোল পেয়েছে সৌদি আরব।

সাধারণত কোন দল আক্রমণে থাকলে ঘড়িতে সময় শেষ হয়ে গেলেও আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন রেফারি। আর সেই সৌভাগ্যই হাসি ফুটিয়েছে সৌদি আররেব মুখে। অবশ্য ম্যাচের ৩৬ মিনিটেও আরেকট পেনাল্টি পেয়েছিলো সৌদি আরব কিন্তু সেই কিক রুখে দিয়েছেন মিসরীয় গোলরক্ষক এসাম আল হাদারি।

শেষ মূহুর্তের গোলে বিশ্বকাপ থেকে অন্তত একটি সান্ত্বতার নয় নিয়ে দেশে ফিরছে সৌদি আরব। আর মিসরকে ফিরতে হলো খালি হাতে। বিশ্ব ফুটবলের এই সময়ের বড় তারকা মোহাম্মাদ সালাহ ব্যক্তিগতভাবে দুই ম্যাচে দুটি গোল পেলেও দলকে কিছুই দিতে পারেননি। তিন ম্যাচে হার দিয়ে শেষ হলো তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ।

এলএবাংলাটাইমস//এলআরটি