খেলাধুলা

ইতালির মিলান বাঙলা স্কুলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইতালির মিলান বাঙলা স্কুলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মিলান বাঙলা স্কুল এন্ড কালচারাল এসোসিয়েশন মিলান ইতালির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশনেয়  স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বোর্ডের সদস্য ও উপদেষ্টা মন্ডলী সহ সাধারণ প্রবাসীরা । অনুষ্ঠান থেকে নতুন সেশনের জন্যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় এবং আগামী ৭,জুলাই থেকে যথারীতি স্কুলের ক্লাস শুরুর কথা জানান স্কুল কর্তৃপক্ষ।

সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে  শুভ সুচনা হয়  মিলান বাঙলা স্কুল এন্ড কালচারাল এসোসিয়েশন মিলান ইতালির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। আয়োজনে ছিলো আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মিলানোস্থ বাঙলা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের শুরু হয় শিক্ষার্থী খালেক মাহমুদ ইফতির কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে।

গত রবিবার বিকালে আগত সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা আক্তার। শিক্ষার্থীদের প্রতি শিক্ষায় মনোযোগী হবার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুলতানা খান। অনুষ্ঠানের সঞ্চালক মিলান বাঙলা স্কুলের প্রধান উপদেষ্টা সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার সবার সহযোগিতা নিয়ে ইউরোপে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেবার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া অন্যান্নের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা সাংবাদিক তুহিন মাহমুদ, সাংবাদিক নাজমুল আহসান শামীম,মামুন হাওলাদার, সিনিয়র শিক্ষক জামাল আহমেদ, প্রধান শিক্ষক শারমীন আক্তার, নূর জাহান বেগম, শিউলী আক্তার, সুখী আক্তার, জালাল হাওলাদার, আহসান হাবিব শিমুল সহ আরো অনেকে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বোর্ডের সদস্য ও উপদেষ্টা মন্ডলী সহ সাধারণ প্রবাসীরা এতে অংশনেয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট অভিনেতা ও কন্ঠ শিল্পী নাজমুল আহসান শামীম। মিলান বাঙলা স্কুল এর মাধ্যমে ইতালিতে বসবাসরত নতুন প্রজন্মের কোমলমতি শিশুরা শিখবে বাঙলার কৃষ্টি এই প্রত্যাশা সবার।