খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেঞ্চুরি হাঁকিয়ে তামিমের রেকর্ড

ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে ভালো করতে না পারলেও ওয়ানডেতে তামিম পারফর্ম করেছেন চিরচেনা রূপে।

শনিবার শেষ ওয়ানডেতেও তামিমের ব্যাট থেকে এসেছে ১০৩ রান। সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি এবং ওয়ানডে ক্যারিয়ারের ১১তম। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে এরই মধ্যে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন তামিম।

তিন ম্যাচ সিরিজে তামিমের মোট রান ২৮৭। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে এতো বেশি রান করেননি কোনো ক্রিকেটার। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ড্যারেন লেম্যান ৩ ম্যাচে করেছিলেন ২০৫ রান। মোহাম্মদ হাফিজ ২০১৭ সালে ৩ ম্যাচে করেন ২০১ রান।

দেশের বাইরে  দ্বিপাক্ষিক ৩  ম্যাচ সিরিজে তামিমের রান এখন সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯০ রানের রেকর্ডটি সাকিবের দখলে। চলতি সফরেই সাকিব ৩ ম্যাচে করেছেন ১৯০ রান। এছাড়া দেশ ও দেশের বাইরে মিলিয়ে তামিমের রানই দ্বিতীয় সর্বোচ্চ। দেশে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৩১২ রান করেছিলেন। এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে করলেন ২৮৭ রান।

জয় পাওয়া প্রথম ওয়ানডেতে ১৩০ রান করেছিলেন তামিম। দ্বিতীয় ম্যাচে ধীর গতিতে হাফ সেঞ্চুরি তুললেও বাজে শটে সাজঘরে ফিরেছিলেন। তৃতীয় ম্যাচে আলো ছড়িয়ে তিন অঙ্কে পৌঁছেন বাঁহাতি ওপেনার। ১২৪ বলে ১০৩ রান করেন তামিম।

পাশাপাশি বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ভিন্ন সিরিজে একাধিক সেঞ্চুরি হল তামিমের। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ঘরের মাঠে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাঁহাতি ওপেনার।

এলএবাংলাটাইমস//এলআরটি