বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করার কৃতিত্ব
গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে কোন
ব্যাটসম্যান ই সেঞ্চুরি করতে পারেননি। সর্বোচ্চ ৯৫ রান করেছিলেন তামিম
ইকবাল এই বিশ্বকাপেই স্কটল্যান্ডের বিপক্ষে। চার নাম্বারে নেমে দলের
বিপর্যয়ের সময় দলকে খাদের কিনার থেকে ২০০ পার করান মাহমুদল্লাহ। দলের হয়ে
সবসময় ভালো খেলা এই খেলোয়ারটা সব সময় ই থাকেন পর্দার আড়ালে কিন্তু
বিশ্বকাপে সেঞ্চুরি করে নিজের জাত চেনালেন মাহমুদুল্লাহ।