বাংলাদেশ
ক্রিকেট দলের দারুন পারফর্মেন্সে প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের নামীদামী সব ক্রিকেট
বোদ্ধারা । ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক সৌরভ
গাংগুলি আজ ভারত-আইয়ারল্যান্ড ম্যাচ চলা কালে তিনি বাংলাদেশ বেতারের ধারাবর্ষে
অতিথি হিসেবে অংশ নেন। এসময় তিনি
উচ্ছ্বাসিত ভাব প্রকাশ করেন । তিনি বলেন, বাংলাদেশ শিবির আগের চেয়ে অনেক এগিয়ে
গেছে। অনেক ভাল খেলোয়াড় তৈরি হয়েছে । বিশেষ করে তিনি রুবেলের নাম উল্লেখ করেন । তিনি
মাহমুদুল্লাহ রিয়াদের প্রসংশা করেন । বাংলাদেশের ক্রিকেটের উন্নতির ব্যাপারে তিনি
বলেন, বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটে চার দিনের ক্রিকেট বেশি করে চালু করতে হবে । তাহলে
দ্রুত উন্নতি হবে ।
এসময় তিনি বাংলাদেশের
সাথে প্রথম টেস্ট ম্যাচের কথা স্মরণ করেন। সৌরভ গাংগুলি রসিকতা করে বলেন,ভারতের
সাথে বেশি হিংস্র ভাবে যেন বাঘেরা না খেলে । বাংলাদেশে উৎসবের ব্যাপারে আলোচনা হয়।
বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সৌরভ গাংগুলি বলেন, দিদি আর
একটু দেরি করুন। বিশ্বকাপ জয় করাটা তো বাকি। এখনি উৎসব করলে খেলোয়াড়রা মনে করবে আমাদের সব
কাজ শেষ ।